ইসলামপুরে শর্টফিল্ম খড়কুটো' ও সাহিত্য বার্তা পত্রিকা শুভযাত্রা

S M Ashraful Azom
ইসলামপুরে শর্টফিল্ম খড়কুটো' ও সাহিত্য বার্তা পত্রিকা শুভযাত্রা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শর্টফ্লিম খড়কুটো ও সাহিত্য বার্তা পত্রিকার উদ্ধোধন করা হয়েছে।

জানা গেছে, ইসলামপুর পৌর শহরের রেলগেট এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র কালচারাল একাডেমীর আয়োজনে রবিবার সন্ধ্যায় কালচারাল একাডেমি কার্যালয়ে সৈয়দ মাসুদ রাজা পরিচালিত মুক্তিযোদ্ধার ভিত্তিক নির্মিত শর্টফিল্ম ”খড়কুটো” এবং আরিফুল ইসলাম সম্পাদিত সাহিত্য বার্তা (অনলাইন) পত্রিকার শুভ উদ্বোধন করা হয়।

জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট কবি এড. বাকী বিল্লাহ প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে শর্টফিল্ম ও অনলাইন পত্রিকার উদ্ধোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি স্টাফ করসপনডেন্ট সফিক জামান লেবু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন। অন্যানের মধ্য উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস,এম,জাহাঙ্গীর আলম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি কবি আসাদুল্লাহ ফারাজি, সৈয়দ মামুনুর রশিদ মিন্টু, তথ্যচিত্র নির্মাতা, ব্রহ্ম পুত্র কালচারাল একাডেমীর সভাপতি ইসলামপুরের কৃতি সন্তান সৈয়দ মাসুদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াো কবি ও সাহিত্যিক ব্যক্তি, গুনিজন,সুধীজনরা এতে অংশ নেয়।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top