প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করবেন

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করবেন

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল তিন দিনব্যাপী উন্নয়ন মেলার (Development Fair) উদ্বোধন করবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দানে এবং বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় একই সময়ে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান আজ মেলার প্রস্তুতি দেখার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ময়দান পরিদর্শন করেন। এবারের এই মেলায় ৩৬৬ টি স্টল থাকবে।
মেলার উদ্বোধনী দিনে এক শোভাযাত্রার আয়োজন করা হবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়াও উন্নয়নের বিভিন্ন ধারণা ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেগুলোতে দেশি ও বিদেশি উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক খলিলুর রহমান, পরিচালক আহসান কিবরিয়া, উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশীদ আলম মেলা ময়দান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top