বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী , উপজেলা যুব উন্নয়ন অফিসার সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফতাব উদ্দিন, উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রোগামার খায়রুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপার ভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, ব্র্যাকের প্রতিনিধি হাসনা বেগম প্রমুখ।
অপরদিকে বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৮ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।