
গোলাপগঞ্জ প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলার ১নং ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ২টায় রানাপিং কালিদাস পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা মুলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আজিজের সভাপতিত্বে ও মনসুর মুন্নার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোঃ বদরুল আলম, প্রচার সম্পাদক সাংবাদিক জাহেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আমান উদ্দিন আমান, কার্য নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ রুবেল আহমদ, তরুন সংগঠক এস ইউ শিপলু, আফছার আহমদ, বুধবারী বাজার ইউপি নিসচার আহবায়ক হোসেন আহমদ, টাইমস ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ফাহিম আহমদ, ফুলবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষিকা রাহেলা আক্তার, সহকারী শিক্ষিকা সায়রা বেগম, রেহানা বেগম, শিল্পী রাণী দাস, জান্না তারা জেবিন, ফাতেহা ইয়াছমিন, সুকুমার আচার্য, রানাপিং কালিদাস পাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার উদ্দিন, মুহিতুর রহমান ইমন, ইমন আহমদ, রিজু আহমদ, সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, জেসমিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা উভয় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে সড়ক দূর্ঘঠনা রোধে বিভিন্ন সচেতনতা মুলক কলা-কৌশল ও দিক নির্দেশনা প্রদান করেন।
⇘সংবাদদাতা: গোলাপগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।