৭দফা দাবী নিয়ে ডিসি’র কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির স্মারকলিপি

S M Ashraful Azom
৭দফা দাবী নিয়ে ডিসি’র কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির স্মারকলিপি
৭ দফা দাবী নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী 
  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বুধবার (৩ অক্টোবর) বিকাল ২ টার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ চট্টগ্রাম জোলা প্রশাসক মো. ইলিয়াস সাহেবের কাছে ৭ দফা দাবী উল্লেখপূর্বক স্মারকলিপি প্রদান করেন।

গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য অংশ গ্রহণমুলক অবাধ ও সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালিত হওয়া অত্যান্ত জরুরী। সেই লক্ষ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পুর্বে নিম্ন বর্ণিত দাবী সমূহ পূরণ করতে হবে।

১. দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
২. জাতীয় সংসদ বাতিল করা।
৩. সরকারের পদত্যাগ ও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা।
৪. যোগ্য ব্যক্তিদের নিয়ে সমন্বয়ে নির্বাচন কমিশন পূর্ণগঠন করতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিধান নিশ্চিত করা।
৫.সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্রবাহিনী নিয়োগ নিশ্চিত করা।
৬. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষনে তাদের উপর কোন প্রকার বিধি-নিষেধ আরোপ না করা।
৭. (ক) দেশের বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল, ও মিথ্যা মামলা প্রত্যাহার,
(খ) নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনী ফলাফল চূড়ান্ত ভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সকল রাজনৈতিক মামলা স্থগিত রাখা, নতুন কোন ধরণের মামলা না দেওয়ার নিশ্চয়তা,
(গ) পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার না করার নিশ্চয়তা,
(ঘ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের অভিযোগে ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির নিশ্চয়তা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, সহ-সভাপতি এনামুল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, প্রচার সম্পাদক লায়ন নাজমুল মোস্তফা আমিন, আইন বিষয়ক সম্পদক এডভোকেট কাশেম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমান, জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহ্জ্বা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, প্রকাশনা সম্পাদক এডভোকেট আবু তাহের, এডভোকেট নেজাম উদ্দিন, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পদক মোজাম্মেল হক, যুগ্মসম্পাদক হামিদুর রহমান পেয়ারু, জেলা সেচ্চসেবক সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সহ-সভাপতি আরিফ বিল্লাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সুমন, যুবদল নেতা এডভোকেট আজিজুল হক, বিএনপি নেতা আমির হোসেন, বাঁশখালী পৌরসভা যুবদলের সভাপতি কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, জেলা যুবদল নেতা সরওয়ার কামাল, জিতু, আবু নঈম, রহমান, নুরুল ইসলাম বাবুল, এডভোকেট মুফিজুর রহমান, এডভোকেট মাসুদস, এডভোকেট ওয়াহিদ, জেলা ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম, আবদুস সবুর, সাকেরুল ইসলাম সাকিব, মিজান, মোজাম্মেল হোসেন রিজভী ও হেলাল, প্রমূখ।



⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top