বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় , উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা পুজা উদযাপন কমিটির নেতা ডা. সিদ্ধেসর সাহা, রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সহ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সম্পদকরা।
জানা যায়, এ বছর উপজেলায় ১৫ টি মন্ডপে পূজা উদযাপিত হবে।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।