ইসলামপুরে আলোকিত হলো লক্ষীপুর বালুচর গ্রাম

S M Ashraful Azom
0
ইসলামপুরে আলোকিত হলো লক্ষীপুর বালুচর গ্রাম

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: জামালপুরের ইসলামপুরে আলোকিত হলো চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর বালুচর গ্রামের ৪শত ৬৮টি পরিবার ।

জানাগেছে, মঙ্গলবার বিকালে চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর বালুরচর গ্রামের বিদ্যুতায়নের জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। তার উদ্যোগ ছিল বলেই আজ বালুরচরে ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্ববালানো সম্ভব হলো। শুধু বিদ্যুৎ নয়, আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে চলমান রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নত আয়ের দেশে রূপান্তরিত হতে চলেছে।

চরগোয়ালিনী ইউনিয়নের ওয়ার্ড আ‘লীগের সভাপতি রৌশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভগ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি ইসলামপুর ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্মন,লক্ষীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তথ্যচিত্র নির্মাতা জুলফিকার রহমান সাঈদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ চরগোয়ালিনী ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ আকন্দ, ইউপি সদস্য রেজাউল করিম, আবু সাইদ তোতা, জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, বিদ্যুৎবিহীন বালুরচর গ্রামে ১ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে ৭.৬৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এতে বালুরচর গ্রামে ৪৬৮ পরিবার, ১৫টি সেচ সংযোগ ও ৩টি শিল্প গ্রাহকসহ ৪৮৯ জন গ্রাহক বিদ্যুতের সুবিধা ভোগ করবে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top