শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে কামরুজ্জামান মিন্টু বিজয়ী

S M Ashraful Azom
শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে কামরুজ্জামান মিন্টু বিজয়ী

রকি চন্দ্র সাহা: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শান্তিপূর্ন ভাবে উপজেলা পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।

৩ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অত্যান্ত কম ও ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যায়নি। কিন্তু আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষনীয়, ভোটারদের উপস্থিতি কম থাকায় অনেকটাই নির্বাচনী আমেজে ভাটা পড়ে। 

সকালে পঞ্জগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের মোনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ওবায়দুল হক মজুমদার চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন, স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মোঃ বাবুল আক্তার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। নির্বাচনে প্রতিটি ইউনিয়নে এক জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজেপি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। 

নির্বাচনে ১ লাখ ৬৮ হাজার ৭শ ৪৮ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৭শ ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মোঃ কামরুজ্জামান মিন্টু (নৌকা) ৩২ হাজার ৮ শ ৪৬ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ ওবায়েদুল হক মজুমদার (ধানের শীষ) ১৬ হাজার ৪শ ৩৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ( আনারস) মোঃ বাবুল আক্তার ৭ হাজার ৭ ভোট পেয়েছেন। নির্বাচনে কেন্দ্র সংখ্যা ছিলো ৫৮টি, নির্বাচনের মোট বুথ ছিলো ৩৪৭ টি নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৪ শ। 

মোট বৈধ ভোটের সংখ্যা ৫৬ হাজার ২শ ৮৯।

⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top