বাঁশখালীতে বেইলী ব্রীজে শুকানো হচ্ছে সাগরে ব্যবহৃত মাছ ধরার জাল!

S M Ashraful Azom
0
বাঁশখালীতে বেইলী ব্রীজে শুকানো হচ্ছে সাগরে ব্যবহৃত মাছ ধরার জাল!
ছনুয়া-শেখেরখীল সংযোগ সড়কের উভয় পাশে শুকানো হচ্ছে সাগরে ব্যবহৃত মাছ ধরার জাল।


শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া-শেখেরখীল সংযোগ বেইলী ব্রীজটি ব্যস্ততম একটি ব্রীজ। বাঁশখালীর পশ্চিম উপকূলীয় জলকদর খালের উপর নির্মিত ছনুয়া-শেখেরখীলের প্রধান যোগাযোগের মাধ্যম ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল সহ মালবাহী নানা যানবাহন যাতায়ত করে। 

উপকূলীয় এলাকার ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নের অধিকাংশ মানুষ সাগরে মৎস্য আহরণে নিয়োজিত থাকে। বঙ্গোপসাগর থেকে বড় বড় ট্রলারে মাছ ধরে নিয়ে আসে জলকদরের তীরে। তাই ব্রীজটি বেশ অর্থনৈতিক গুরুত্ব বহন করে। 

তাছাড়া ছনুয়া ইউনিয়নের প্রধান যোগাযোগ মাধ্যম পুইছড়ি-মৌলভী বাজার সড়কের সংস্কার কাজ চলার কারনে ওই ইউনিয়নের সামগ্রীক যোগাযোগ ব্যবস্থা এখন এই ব্রীজে। কিন্তু স্থানীয় প্রভাবশালী কয়েকজন কোম্পানি সাগর থেকে মাছ আহরণ করে আসা বোটের জাল গুলো প্রতিনিয়ত বেইলী ব্রীজের উভয় পাশে সারি করে শুকাচ্ছে। যার ফলে সাগরের লবণাক্ত পানি জমে মরিচা ধরতে শুরু করছে ব্রীজের পাটাটনে। 

এ বিষয়ে বেশ কয়েকজন স্থানীয় লোকজন ব্রীজে জাল না শুকানোর জন্য অনুরোধ করলেও তারা তা শুনেনা। স্থানীয় মোরশেদুল হক জানান, প্রথমে এলাকার লোকজন বিষয়টি উপজেলা চেয়ারম্যান মৌলানা জহিরুল ইসলামকে জানালে তিনি সরেজমিনে দেখে তাদেরকে নিষেধ করেন। মাছ ধরার ট্রলার এর কোন কাজে যাতে ব্রীজটি ব্যবহার করা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলেছেন। এটি একটি জাতীয় সম্পদ। 

এটার সংরক্ষণে আমাদের সকলের সচেতন থাকা দরকার। তা ছাড়া লবণাক্ত পানি জমে ব্রীজের পাটাটনে মরিচা ধরলে এক পর্যায়ে ব্রীজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বেও বলেন তিনি। বারণ স্বত্বেও তারা পরবর্তীতে প্রতিদিনের ন্যায় ব্রীজের উপর জাল গুলো শুকাচ্ছে। 

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শন কালে দেখা যায়, ব্রীজের উভয় পাশে সাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত ভেজা জাল গুলো শুকাচ্ছে। 

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার'কে অবহিত করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, খুব দ্রুতই ওই কোম্পানীর লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top