জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে। উপজেলা প্রমাসনের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় সরকারী অফিস,শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধ,সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, প্রকল্প বাস্তবায়ন অফিস, এলজিডি অফিস সহ মোট ৫২টি স্টল অংশ গ্রহন করে। এতে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্টল কারিগরী ক্যাটাগরীতে প্রথম স্থান ও সাজসজ্জায় দ্বিতীয় স্থান নির্বাচিত হয়।
এ ছাড়াও উপজেলা কৃষি অফিস,মাধ্যমিক শিক্ষা অফিস প্রথম স্থান অধিকার করে। মেলায় সাধারন মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী বিভিন্ন পেশার মানুষ শিশু ও নরীদের উপস্থিত ছিল লক্ষনীয়। শনিবার রাতে মেলার শেষদিনে অংশগ্রহনকারী স্টল গুলোকে পুরুস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল উপস্থিত থেকে পুরুস্কার তুলে দেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজিৈতক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ধন্যবাদ ইউএনও মহোদয়কে।
উত্তরমুছুন