ফুল দিয়ে বরণ করা হচ্ছে অতিথি বৃন্দকে |
সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ গ্রীণের সহযোগী বিভাগীয় কো-অর্ডিনেটর পিএসডি আবু জাফর মিলন। বিশেষ অতিথি ছিলেন গ্রীণ চট্টগ্রাম মার্কের্টিং এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর পরিচালক শহিদুল ইসলাম।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ ডেসটিনি ২০০০ লি. এর মুক্তির আন্দোলনে একটি সহায়ক সংগঠন। যখন ডেসটিনির এমডি আলহাজ্ব মুহাম্মদ রফিকুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ হোসাইনকে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমুলকভাবে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় তখন থেকে ডেসটিনির মুক্তির সংগ্রামে কাজ করে আসছেন এ সংগঠনটি। সংগঠণের প্রতিষ্টাতা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জুয়েল এর নেতৃত্বে প্রতিষ্টার পর থেকে সংগঠনটি ডেসটিনি মুক্তির আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ ডেসটিনি ২০০০ লি. এর মুক্তির আন্দোলনে একটি সহায়ক সংগঠন। যখন ডেসটিনির এমডি আলহাজ্ব মুহাম্মদ রফিকুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ হোসাইনকে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রমুলকভাবে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় তখন থেকে ডেসটিনির মুক্তির সংগ্রামে কাজ করে আসছেন এ সংগঠনটি। সংগঠণের প্রতিষ্টাতা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জুয়েল এর নেতৃত্বে প্রতিষ্টার পর থেকে সংগঠনটি ডেসটিনি মুক্তির আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন বিনা বিচারে ডেসটিনির এমডি ও পরিচালক কে কেন দীর্ঘ ৭টি বছর ধরে কারাবরণ করতে হয়েছে? কি অপরাধ ছিল তাঁদের যার কোন সুরাহাই হচ্ছেনা। দারিদ্র বিমোচনে ডেসটিনি ২০০০লি. যখন কাজ শুরু করে তখন কিছু কুচক্রিমহল ও হলুদ মিডিয়া নানা বিভ্রান্তি ছড়ায়। ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরদের যেখানে কোম্পানীর বিরোদ্ধে দূরতম অভিযোগ নেই সেখানে কেন বিনা বিচারে আটকে থাকবে ডেসটিনির পরিচালকবৃন্দ।
তিনি মাননীয় বিচার বিভাগ ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন এবং দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ডেসটিনির কর্ণধারদের মুক্তির দাবী জানান। সকল প্রকার জব্দকৃত ব্যাংক একাউন্ট খুলে দেওয়া ও ব্যবসায়ীক কার্যক্রম চালু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ডিএসএমএফ গ্রীণের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটছেন অতিথি বৃন্দ |
বাঁশখালী ডিএসএমএফ গ্রীণের মিডিয়া বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ রানা এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন পেকুয়া উপজেলা ডিএসএমএফ গ্রীণের আহ্বায়ক মুফতি শামসুল হক।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণের সদস্য পিএসডি কাঞ্চন চৌধুরী, ডা. ভগিরথ তালুকদার, চকোরিয়া ডিএসএমএফ গ্রীণের আহ্বায়ক পিএসডি জসীম উদ্দীন আল আনচারী, সহ-সভাপতি সাহাব উদ্দিন, পেকুয়া উপজেলার আহ্বায়ক মুফতি শামসুল হক, সাধারাণ সম্পাদক নাজির আহমদ, বাঁশখালী উপজেলার অাহ্বায়ক রঞ্জিত কান্তি দেব দাশ সহ প্রমূখ।
আলোচনা শেষে ডিএসএমএফ গ্রীনের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত অতিথি বৃন্দ। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা
আলোচনা শেষে ডিএসএমএফ গ্রীনের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটেন উপস্থিত অতিথি বৃন্দ। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা
শিব্বির আহমদ রানা, কক্সবাজার, পেকুয়া থেকে: কক্সবাজার জেলার উদ্যোগে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের ৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠান শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ২টায় পেকুয়া উপজেলাস্থ পেকুয়া লাইফ কেয়ার হাসপাতাল লি. অডিটোরিয়ামে চকোরিয়া ডিএসএমএফ গ্রীণের সাধারণ সম্পাদক মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উত্তরমুছুনgood
উত্তরমুছুন