বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশুর অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংস্থা সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে গতকাল রোববার বিকালে উপজেলা প্রেসক্লাবে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউপি সচিব শরিয়তুজ্জামান, সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, সাধুরপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য নুরু মিয়া, ফখরুজ্জামান নাসিম, কাজলা বেগম, মোছাঃ রোকশানা খাতুন প্রমুুখ।
শিশুর অধিকার সংরক্ষণ, শিশু রোধে কার্যক্রম আইন প্রণয়ন , শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।