সেবা ডেস্ক: এক মঞ্চে টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের দলীয় সাত মনোনয়ন প্রত্যাশী। গতকাল ৩ অক্টোবর বুধবার ঘাটাইলের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এই জনসভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিথ্যাচার ও ক্রমাগত ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে ঘাটাইল পৌর অাওয়ামী লীগ এই সমাবেশ করে। পৌর অাওয়ামী লীগের অাহবায়ক ও পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ জনসভায় সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলে (টাঙ্গাইল-৩) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খান, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন, জেলা অাওয়ামী লীগের অাইন বিষয়ক সম্পাদক এস. অাকবর খান, সোনালী ব্যাংক লিমিটেড পর্ষদের পরিচালক মুক্তিযোদ্ধা ড. নুরুল আলম তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ড. শহিদুল ইসলাম, ঘাটাইলের প্রয়াত সংসদ সদস্য মতিয়ার রহমানের ছেলে ও ঢাকা ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান তানভীর রহমান, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধীর চন্দ্র সাহা।
জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুর রহীম রিপন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, মোঃ মজিবর রহমান প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অাগামী নির্বাচন ও দেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না। নির্বাচনকে কেন্দ্র করে তারা অাবার মানুষ পুড়িয়ে মারার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য জনগণ সজাগ হতে হবে। সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে ঘাটাইলে যাকেই মনোনয়ন বা নৌকা প্রতীক দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করে ভোটের মাধ্যমে জয়ী হয়ে এই সংসদীয় আসন শেখ হাসিনাকে উপহার দেব।
সে সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুন সহ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিথ্যাচার ও ক্রমাগত ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে ঘাটাইল পৌর অাওয়ামী লীগ এই সমাবেশ করে। পৌর অাওয়ামী লীগের অাহবায়ক ও পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ জনসভায় সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলে (টাঙ্গাইল-৩) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খান, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন, জেলা অাওয়ামী লীগের অাইন বিষয়ক সম্পাদক এস. অাকবর খান, সোনালী ব্যাংক লিমিটেড পর্ষদের পরিচালক মুক্তিযোদ্ধা ড. নুরুল আলম তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ড. শহিদুল ইসলাম, ঘাটাইলের প্রয়াত সংসদ সদস্য মতিয়ার রহমানের ছেলে ও ঢাকা ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান তানভীর রহমান, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধীর চন্দ্র সাহা।
জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ.ন.ম. বজলুর রহীম রিপন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, মোঃ মজিবর রহমান প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অাগামী নির্বাচন ও দেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না। নির্বাচনকে কেন্দ্র করে তারা অাবার মানুষ পুড়িয়ে মারার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য জনগণ সজাগ হতে হবে। সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে ঘাটাইলে যাকেই মনোনয়ন বা নৌকা প্রতীক দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করে ভোটের মাধ্যমে জয়ী হয়ে এই সংসদীয় আসন শেখ হাসিনাকে উপহার দেব।
সে সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুন সহ মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক