গোলাম মোস্তফা রাঙ্গা: ০৪ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আল-আমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, সিভিল সার্জেন ডাঃ আমিনুর রহমান। অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।
অন্যান্য দপ্তরের মত জেলা আনসার ও ভিডিপি দপ্তরের বিভিন্ন উন্নয়নের বিষয় উপস্থাপন করার জন্য মেলায় স্টোল প্রদান করা হয়। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মোঃ মাইদুল ইসলাম মুরাদ, ব্যাটালিয়ন আনসার সাজেদুল ইসলাম, নিরাপত্তা প্রহরী তাছির উদ্দিন, মনিরিং মাঠকর্মী মোঃ স্বপন খান ও মোবাইল মেরামত কোর্সের প্রশিক্ষক এমদাদুল হক ওহাব এবং মোবাইল মেরামত কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ স্টোলে উপস্থিত ছিলেন।
এ সময় তারা ফ্রি মোবাইল মেরামত সার্ভিস প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জনগণের দোরগোড়ায় সেবা পৌছানোয় সরকারের বিভিন্ন পদক্ষেপের নিয়ে আলোকপাত করেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্য সকলেই মেলার বিভিন্ন স্টোল পরিদর্শন করেন। মেলাটি ০৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা