সেবা ডেস্ক: আগামী বছরের আগস্ট মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিতব্য World Skills Competition- এ অংশগ্রহণ করবে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও নিজস্ব লোগো থাকবে সেই প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকল্পে World Skills Bangladesh লোগোর অনুমোদন দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (সোমবার/১৭ আগস্ট) মন্ত্রীসভার বৈঠকের শুরুতে ‘ওয়ার্ল্ড স্কিলস বাংলাদেশ’ এর লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. মজিবুল হক, এমপি বাংলাদেশের নিজস্ব লোগো সংবলিত একটি ক্রেস্ট প্রধানমন্ত্রীকে উপহার দেন।
বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দক্ষতা বা Skills বৃদ্ধির ওপর জোর দিয়ে দেশের উন্নয়নকে আরও তরান্বিত করতে সচেষ্ট রয়েছেন বর্তমান সরকার। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গঠিত হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভোলাপমেন্ট অথরিটি বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (Nationla Skills Development Authority) বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ।
⦽প্রকাশকাল: ১৭-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৩ ⇘সংবাদদাতা: সেবা ডেস্ক