রকি চন্দ্র সাহা ( চাঁদপুর জেলা প্রতিনিধি): শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন। ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় বিদল্যায় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি জীবনের শেষদিন পর্যন্ত শাহরাস্তি বাসীর জন্য কাজ করে যাবো। ৯৬ সালে শাহরাস্তি-হাজীগঞ্জে মাত্র ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিল।
বর্তমানে হাজীগঞ্জ- শাহরাস্তিতে ৩ শ’ কিলোমিটার রাস্তা পাকা করেছি।শাহরাস্তিতে একটি নদীর উপরে ৪ টি ব্রিজ নির্মাণ করেছি।হাজীগঞ্জ-শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর উপর ৭ টি ব্রিজের কাজ সম্পন্নসহ আরো একটি ব্রিজ নির্মাণকাজ চলছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাখাওয়াতের যৌথ সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশণা সম্পাদক জেড এম আনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, আওয়ালীহ নেতা আলহাজ্ব ফজলুল হক, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান শশি,৮ম শ্রেণীর ছাত্র মোঃ ফিরোজ, অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলোয়াত করেন ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রবিউল হোসেন, ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওঃ কামরুল হাসান।