কুড়িগ্রামে দুই যুবক-যুবতির মরদেহ উদ্ধার |
জানা গেছে, কুড়িগ্রাম শহরতলির কেতার মোড়ে এক ভবনের পাশে স্থানীয় লোকজন সকাল ৭টার দিকে ওই দুই যুবক যুবতির মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় জনতা থানায় খবর দিলে থানা পুলিশ মরদেহ দু’টি সকাল ১০টায় এলাকাবাসীর উপস্থিতি উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা এবং পুলিশ সূত্র জানায়, হত্যাকান্ডের শিকার হওয়া যুবক নাগদাহ পূর্ব কল্যাণ এলাকার সৈয়দ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৯) এবং যুবতিটি হলো কৃষ্ণপুর মতিরভিটা গ্রামের জোবেদ আলীর কন্যা সেলিনা (১৬)।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রওশন জামিল জানান, লাশ দু’টির প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে তারা পরিকল্পিত হত্যাকান্ডের শিকার। এদের মধ্যে প্রেম ঘটিত ঘটনা নিহিত থাকতে পারে। লাশ ময়নাতদন্ত শেষে প্রকৃত তথ্য উদ্ঘাটন পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
⦽প্রকাশকাল: ১৯-সেপ্টেম্বর-২০১৮-১৯:১১ ⇘সংবাদদাতা: কুড়িগ্রাম প্রতিনিধি