শাহরাস্তিতে জন্মাষ্টমীতে বিশাল র‌্যালী

S M Ashraful Azom
শাহরাস্তিতে জন্মাষ্টমীতে বিশাল র‌্যালী



রকি চন্দ্র সাহা: ২রা সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান  উৎসব ভগবান শ্রী কৃষ্ণ এর পুনঃ জন্মতিথি উপলক্ষে সকাল ৯ ঘটিকায়  পিকআপ গাড়ি করে এক বিশাল সারথিগন নিয়ে শ্রী শ্রী মেহের কালিবাড়ি,গোপাল জিউ অাখড়া হতে কঁচুয়া,সাচার শ্রী জগনাথ দেবের মন্দির, কড়াইয়া, করইরস, মেগদাই, মাঝিগাছা, সহ পুরো কঁচুয়া উপজেলা শেষ করে বিকাল ৪ ঘটিকায় শাহরাস্তিতে শ্রী শ্রী মেহের কালিবাড়ি গোপাল জিউ অাখড়া থেকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি,শাহরাস্তি শাখা, ও জাগো হিন্দু পরিষদ,(JHP)শাহরাস্তি শাখা, চাঁদপুরের সমন্বয় করে শ্রী গোপাল জিউ অাখড়া হতে বন্যাঢ্য  র‌্যালী বের করে শ্রী শ্রী মেহের কালিবাড়ি গিয়ে শেষ হয়।

উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ  পূজা উদযাপদ পরিষদ এর শাহরাস্তি উপজেলার সভাপতি  শ্রী শ্যামল বন্দু ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন  জাগো হিন্দু পরিষদ কঁচুয়া শাখা সভাপতি  শ্রী রাজীব শীল।

এছাড়াও উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ(JHP)শাহরাস্তি শাখার আহবায়ক  শ্রী হৃদয়জিত সরকার, সদস্য সচিব শ্রী কার্তিক চন্দ্র পাল, বাংলাদেশ  পূজা উদযাপদ পরিষদ এর সকল   সদস্য বৃন্দ ও জাগো হিন্দু পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার  যুগ্ন-অাহবায়ক সহ সকল সদস্য বৃন্দ। সকলের বক্তব্য শেষে প্রসাদ বিতরনের মাধ্যমে আজকের আনন্দ র‌্যালী সম্পন্ন হয়।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top