গোলাম মোস্তফা রাঙ্গা: ২১ সেপ্টেম্বর শুক্রবার কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী বাঙ্গালপাড়া গ্রামের ইয়াকুব খন্দকারের বাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষে বাদ মাগরিব হতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
ইয়াকুব খন্দকারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন উত্তরবঙ্গের খ্যাত সম্পূন্ন বক্তা কুড়িগ্রাম কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম তার সফরসঙ্গী ছিলেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম এবং মাওলানা খন্দকার মাহবুবুর রহমান।
মাহফিলে দ্বিতীয় আলোচক ছিলেন আর্ন্তজাতিক ইসলামী সংস্থা রংপুর মহানগরের অর্থ সম্পাদক বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, তৃতীয় আলোচক ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. এম এ মতিন।
মাহফিলটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
মাহফিলে সঙ্গীত ইসলামী পরিবেশন করেন আলনাাহিদা সাহিত্য সংসদের পরিচালক আবু মুছা ও শিল্পী রিপনের নেতৃত্বে সাহিত্য সংসদের অন্যানা শিল্পীবৃন্দ।
⦽প্রকাশকাল: ১৭-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৩ ⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা