ভূরুঙ্গামারীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী যৌন নিপিড়নের শিকার

S M Ashraful Azom
ভূরুঙ্গামারীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী যৌন নিপিড়নের শিকার

কুড়িগ্রাম প্রতিনিধি:  ভূরুঙ্গামারীতে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। নিগ্রহের শিকার ছাত্রীর স্বজনরা জানান, উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার উচ্চ বিদ্যালয়ের ঐ ছাত্রী শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কাশিমবাজারস্থ ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমান মিজান (৩২) তাকে দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

মিজানুর একই ইউনিয়নের মংলারকুটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। কাশিম বাজারের স্থানীয়রা জানায়, ঐ ছাত্রীর আর্তচিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে মিজানুর পালিয়ে যায়। পরে লোকজন মেয়েটিকে উদ্ধার করে বিদ্যালয়ে পৌছে দেয়। 

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ- ই- মূর্ত্তজা রেজু বিষয়টি ছাত্রীর নানা জাহান উদ্দিন এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে ডেকে জানান। পরে প্রধান শিক্ষক এবং অভিভাবকসহ ছাত্রীটিকে কচাকাটা থানায় নিয়ে গিয়ে অভিযোগ করেন। 

প্রধান শিক্ষক মুরাদ- ই- মূর্তুজা জানান, ছাত্রীর নানা জাহান উদ্দিন বাদী হয়ে কচাকাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেল শওকত আলী জানান, কচাকাটা থানায় আমি উপস্থিত আছি এ ব্যাপারে অভিযোগ হয়েছে, নিগ্রহের শিকার মেয়েটিকে পরীক্ষার জন্য কড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া সহ এবং অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে।





#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top