বর্তমান সরকারের জুলুম নির্যাতনের কঠোর জবাব দেওয়া হবে - এম এ মতিন

S M Ashraful Azom
বর্তমান সরকারের জুলুম নির্যাতনের কঠোর জবাব দেওয়া হবে - এম এ মতিন
সাবেক সংসদ সদস্য এম এ মতিন

রকি চন্দ্র সাহা ( চাঁদপুর জেলা প্রতিনিধি) ১লা সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের প্রতি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কঠোর জবাব দেয়া হবে। সরকার যেভাবে দেশ পরিচালনা করছে ও জাতীয়তাবাদী দলেরনেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে আল্লাহ তা কখনো সহ্য করবে না। 

গতকাল শনিবার বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীরআলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ মতিন উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে প্রবেশ করেছি। দলের দুঃসময়ে কখনো বিচলিত হইনি। আজকে যারা দলের ক্রান্তিকালে দলের সাথে বেঈমানি করে বিপথগামি হয়ে পড়েছে তাদের থেকে দুরে থাকতে হবে। তাদের কোন কর্মকান্ডে আপনারা পা দিবেন না। 

হাজিগঞ্জ- শাহরাস্তি দুটি উপজেলা হলেও একই নির্বাচনী এলাকা। সেই সুবাদে দু’উপজেলার নেতাকর্মীদের মাঝে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে।উপজেলা বিএনপির আহবায়ক আখতার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছলিমুস সালাম সেলিম, হাজিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটোয়ারী, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এম মাজিদুল হক বাবু, কেন্দ্রিয় তাঁতীদলের সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা নেত্রী হাসিনা আক্তার, হাজিগঞ্জ পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন ফারুক।

উপজেলা বিএনপির সদস্য শাহজাহান মজুমদার সাজু ও উপজেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাড. সাহেদুল হক মজুমদার সোহেলের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আকতার হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম রনি, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মাস্টার, যুগ্ম আহবায়ক মোঃ আলী হোসেন, যুগ্ম আহবায়ক আবদুর রহিম মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুল আলম পাটওয়ারী, উপজেলা যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদল সভাপতি তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবুল কাশেম আকাশ, উপজেলা ছাত্রদল আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর আঃ কুদ্দুছ রানা, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিজি, ছাত্রদলের সদস্য সচিব আতাহার আহমেদ তানভির, যুগ্ম আহবায়ক শাহজাহান সম্রাট , উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন, বিএনপি নেতা আমান উল্যাহ আমান, শাহআলম মেম্বার, আবদুর রহিম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আদনান নোমান, হানিফ মিয়াজী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার নেতৃবৃন্দ




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top