ড: জি এম ক্যাপ্টিন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নানা আয়োজনে শ্রী শ্রী কৃষ্ণের জন্মষ্টমী পালিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্র ও জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে দুপুরে জেলা সদরের রাধা গবিন্দ মন্দির থেকে একটি শোভা যাত্রা প্রদক্ষিণ করে। পরে মন্দির চত্বরে ধর্মীয় আলোচনা ও কৃত্তণ ও পূজা অর্চনা অনুষ্টিত হয়।
আলোচনা সভা ও শোভা যাত্রায় অংশ নেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট বাদল হালদার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ফনিন্দ্রনাথ সাহা, দুলাল চন্দ্র রায় প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।