সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু কারাগারে তাই এবারের নির্বাচনে নয়, ২০২৫ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা সেপ্টেম্বর দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত জনসভায় তার বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
এ সময় রিজভী বলেন, আমরা এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে রয়েছেন, সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবেন তিনি। দেশনেত্রী খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়া আমাদের দলীয় আইন বহির্ভূত হবে।
ফলে আমরা তার মুক্তির জন্য অপেক্ষা করছি। আশা করছি ২০২৫ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
দলের যুগ্মমহাসচিবের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নেতা মির্জা আব্বাস বলেন, প্রতিটি দলই একটি নির্দিষ্ট গঠনতন্ত্র অনুসারে চলে। বর্তমানে আমাদের মূল লক্ষ্য নির্বাচন নয়, খালেদা জিয়াকে মুক্তি করা।
দলের যুগ্মমহাসচিবের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নেতা মির্জা আব্বাস বলেন, প্রতিটি দলই একটি নির্দিষ্ট গঠনতন্ত্র অনুসারে চলে। বর্তমানে আমাদের মূল লক্ষ্য নির্বাচন নয়, খালেদা জিয়াকে মুক্তি করা।
অতএব ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। তবে যদি দেশনেত্রী খালেদা জিয়াকে আগামী দুই মাসের মধ্যে মুক্ত করতে পারি তবে অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তব্যের বিপরীতে সরকার দলীয় সমর্থক রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্বাহী সম্পাদক বলেন, কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো, আর কোন দল অংশগ্রহণ করলো না- সেটি বিবেচ্য নয়। এটি তাদের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার।
অন্যকোন দলের জন্য একটি দেশের নির্বাচন তো আর থেমে থাকতে পারে না। দেশের গণতন্ত্র বাঁচিয়ে রাখতে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে।
বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে বেগম খালেদা জিয়াকে মুক্তি করা সম্ভব নয়। আদালতের উপর কারো জোরজবরদস্তি চলে না। আদালতের উপর সম্মান রেখে ২০২৩ সালের আগে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাইলে খালেদা জিয়াকে ছাড়া ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারে নতুবা খালেদা জিয়ার মুক্তির জন্য অপেক্ষা করে ২০২৫ সালের নির্বাচনে বিএনপির অংশ নিতে হবে। তবে যদি একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেয় তবে দলের নিবন্ধন বাতিল হওয়ার আশঙ্কা ফেলে দেয়ার মতো নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা।
বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে বেগম খালেদা জিয়াকে মুক্তি করা সম্ভব নয়। আদালতের উপর কারো জোরজবরদস্তি চলে না। আদালতের উপর সম্মান রেখে ২০২৩ সালের আগে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাইলে খালেদা জিয়াকে ছাড়া ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারে নতুবা খালেদা জিয়ার মুক্তির জন্য অপেক্ষা করে ২০২৫ সালের নির্বাচনে বিএনপির অংশ নিতে হবে। তবে যদি একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেয় তবে দলের নিবন্ধন বাতিল হওয়ার আশঙ্কা ফেলে দেয়ার মতো নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা।
-