বাংলাদেশ ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য রাখার আশাবাদ হর্ষবর্ধন শ্রিংলার

S M Ashraful Azom
বাংলাদেশ ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য রাখার আশাবাদ হর্ষবর্ধন শ্রিংলার
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা
সেবা ডেস্ক: বাংলাদেশ ভারতের সুসম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য রাখার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে-ভারতের মধ্যে যে সুসম্পর্কের বীজ বপন করা হয়েছিলো, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে।

যেকোন অবস্থায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দুঃসময় বাংলাদেশের পাশেই থাকবে ভারত। বাংলাদেশের উন্নয়নেও ভারত সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন ভারতের এই রাষ্ট্রদূত।

৯ আগস্ট সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী রাজেশ উকে, নবনিতা চক্রবর্তী এবং পিরোজপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top