কুড়িগ্রাম প্রতিনিধি: কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন, জেলা কৃষকদল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সিনিঃ সহ সভাপতি নাসিম পারভেজ তারা,সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ রানা, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা উন্মুক্ত আদালতে বেগম খালেদা জিয়ার মামলার বিচারকার্য চালানো সহ অবিলম্বে মুক্তি দাবি করেন।