ধরলা নদী ভাঙ্গন রোধের মানববন্ধনে এলাকাবাসী |
কুড়িগ্রাম প্রতিনিধি: ধরলা নদীতে বাঁধ চাই,জনগন বাঁচতে চাই,এই স্লোগানে ধরলা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে ১১ সেপ্টেম্বর মঙ্গলবার কুড়িগ্রামে মানববন্ধন করেছে নদীভাঙ্গন কবলিত ধরলা পাড়ের মানুষজন।
গত ১ সপ্তাহে নদী ভাঙ্গনে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের চর নানকার, সাতভিটা , নন্দদুলালের ভিটায় শতাধিক ঘরবাড়ী, ফসলী জমি নদীগর্ভে বিলীন হওয়ায় এসব এলাকাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ভোগডাঙ্গার চর নানকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও হাজার হাজার নদী এলাকার মহিলা পুরুষ অংশগ্রহন করে। এ সময় তারা নদী ভাঙ্গন থেকে তাদের রক্ষার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করে,ব্যানার ও প্লাকার্ড বহন করে।
মানববন্ধনকালীন সময় বক্তব্য রাখেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যপক মোকছেদুর রহমান দুলাল, ইউপি সদস্য আব্দুর সাফি সহ স্থানীয়রা। তারা বলেন অবিলম্বে নদী ভাঙ্গন থেকে অসহায় মানুষজনকে রক্ষায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড দ্রুত পদক্ষেপ না নিলে যে কোন সময় নদী গর্ভে চলে যাবে স্কুল, ভোগডাঙ্গা মডেল কলেজ সহ শত শত একর ফসলী জমি ও বাড়িঘড়। যারা বাড়িঘড় হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তাদের সাহায্য সহযোগিতাও দাবি করেন।