ইসলামপুরে কোনবানীর গুস্তে আল্লাহর নাম দেখতে উৎকোচ জনতার ভীড়

S M Ashraful Azom
ইসলামপুরে কোনবানীর গুশতে আল্লাহর নাম দেখতে উৎকোচ জনতার ভীড়
ইসলামপুরে কোরবানীর গোস্তে আল্লাহর নাম
ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর কোরবানীর গুশতে দুপাশ্বেই আল্লাহর নাম। একনজর দেখতে উৎকোচ জনতার উপচে পড়া ভীড়।

জানাগেছে, পৌর শহরের দক্ষিন দরিয়াবাদ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোর্শেদা আক্তার মিনা বিকালে ফ্রিজ থেকে রেখে দেওয়া কোরবানী গোশত বের করে রান্না করতে যান।

রান্না করার এক পর্যায়ে পাতিলে তাকিয়ে দেখেন আল্লাহর নাম দেখা যায়। এ সময় তিনি দ্রুত পার্শবর্তী মহিলা মাদরাসার মোহতামিমের নিকট গিয়ে জানতে চান আসলেই কি আল্লাহর না লিখা। এ সময় মোহতামিম লেখাটি নিশ্চিক করেন।

মোর্শেদা আক্তার মিনা জানান,উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের সহোদর ভাই মনিরুল ইসলাম কোরবানীর ঈদে কিছু গুশত তার জন্য পাঠান। স্বামী চাকরীর সুবাধে ঢাকায় থাকা অদ্যবদি পর্যন্ত তাদের সেই গোশত খাওয়া হয়নি। স্বামী ছুটিতে বাড়ী আসায় বৃহস্পতিবার বিকালে রান্না করতে গিয়ে এমন দৃশ্য দেখে জামিয়া ইসলামিয়া রৌশন আরা মহিলা কওমি মাদরাসা নিয়ে যান।

মাদরাসা মোহতামিম মুফতি হাবিুবুল্লাহ গুশতের দুপাশ্বেই আল্লাহর নামটি নিশ্চিত করেন। এ খবর চারিদিকে ছুড়িয়ে পড়লে আল্লাহর নামটি এক নজর দেখতে উৎকোচ জনতার ভীড় সৃষ্টি হয়।


⦽প্রকাশকাল: ২১-সেপ্টেম্বর-২০১৮-১৬:১৮  ⇘সংবাদদাতা: ইসলামপুর প্রতিনিধি

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top