জামালপুরে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অবহিতকরণ সভা বক্তব্য রাখছেন জেলা প্রশাসক জামালপুর |
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলায় টেকসই উন্নয়নের অভিষ্টগুলো (এসডিজি) সম্পর্র্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়নে জনসম্পৃক্ত প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করার উদ্দেশ্যে গত ১৯ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবগিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর।অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে সভায় অংশ নেন সিভিল সার্জন ডা. গৌতম রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত করিম, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, অক্সফাম প্রতিনিধি মোস্তফা আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, সংস্কৃতিকর্মী সায্যাদ আনসারী, সাংবাদিক মুখলেছুর রহমান প্রমুখ।
উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন অক্সফামের প্রকল্প কর্মকর্তা মাহফুজা আক্তার মালা।