বকশীগঞ্জে ইউএনও’র বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ইউএনও’র বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিদায়ী ইউএনও আবু হাসান সিদ্দিক।

৫ সেপ্টেম্বর বুধবার বিকালে ইউএনও’র সম্মেলনকক্ষে বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিদায়ী ইউএনও আবু হাসান সিদ্দিক।

মতবিনিময় কালে সাংবাদিকদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , সাংবাদিক আশরাফুল হায়দার, সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাজ্জাক মাহমুদ, সাংবাদিক এইচ এম মূসা আলী, সাংবাদিক আবদুল লতিফ লায়ন, সাংবাদিক একেএম নুর আলম নয়ন, সাংবাদিক সাইফুল ইসলাম , সাংবাদিক এএইচ লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক আফজাল শরীফ ও সাংবাদিক রাাশেদ আলম সম্রাট ।

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন , পৌরসভার উন্নয়ন , ভিক্ষুক পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলোচনা করেন বিদায়ী ইউএনও আবু হাসান সিদ্দিক।

উল্লেখ্যে, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক। ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা দেওয়ান তাজুল ইসলাম নতুন ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন।





#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top