প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের জাতীয় করণের দাবিতে স্মরকলিপি প্রদান

S M Ashraful Azom
প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের জাতীয় করণের দাবিতে স্মরকলিপি প্রদান

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর: প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরীদের জাতীয়করণের দাবীতেহ সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা জাতীয় করণের সোমবার স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলালের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মরক লিপি প্রদান করেন।

স্মারকলিপিতে জানাযায়,প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগকৃত বাংলাদেশের প্রায় ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরীদের চাকরির পদটি জাতীয়করণ, ২৪ঘন্টা কর্তব্য না রেখে বিদ্যালয়ে অন্যান্য কর্মচারীর মত ৯টা থেকে ৫টা কর্তব্য পালন, ছুটি ভোগের অধিকার থেকে বঞ্চিত না রেখে নৈমিত্তিক ছুটি প্রনয়ন,পদন্নতি,ইনক্রিমিন্ট ও শিক্ষা ভাতার ব্যবস্থা সহ চারটি দাবি জানান।

তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভয়াবহ বন্যায় বাড়িঘর হারানো মানুষের আশ্রয় এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বের বুকে এক অকল্পনীয় বিস্ময় স্থাপন করেছেন।

অসহায় গরীব  মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে আপনি যেভাবে সাহসী পদক্ষেপ গ্রহণ করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনি আমাদের মত অসহায় এবং মানসিক হতাশা গ্রস্থ দপ্তরি কাম প্রহরীদের বেলায় এমন দৃষ্টান্ত পদক্ষেপ নেবেন। যেন আমরা শান্তিপুর্ণ ভাবে জীবন যাপন করতে পারি।

এ সময় দপ্তরি এস এম কামরুজ্জামন (হাসান) মোঃ রাসেল মিয়া ,ছামিউল হক,বকুল মিয়া সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল দপ্তরী উপস্থিত ছিলেন।


⦽প্রকাশকাল: ২৪-সেপ্টেম্বর-২০১৮-২০:১৭  ⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top