লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে আগাম নৌকা মার্কায় ভোট চেয়ে এমপি মাহজাবিন খালেদের পক্ষে লিপলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বুধবার বিকালে জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফের পক্ষে পৌর শহরের খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, উপজেলার গাইবান্ধা, গোয়ালেরচর, চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা।
এ সময় বেবী মোশাররফের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে লিপলেট বিতরণ করাসহ পৃথক পৃথক পথসভাও করে তারা। মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী। এ সময় তারা বলেন, মুক্তিযোদ্ধের সংগঠক ২ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমের কন্যা এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফ নিরলস ভাবে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তাকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার দাবী জানান।
⦽প্রকাশকাল: ১৭-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৩ ⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন