ইসলামপুরে বাংলাদেশ সরকারের ভিশন ২১ বাস্তবায়ন নিয়ে উঠান বৈঠক

S M Ashraful Azom
ইসলামপুরে বাংলাদেশ সরকারের ভিশন ২১ বাস্তবায়ন নিয়ে উঠান বৈঠক
ইসলামপুরে বাংলাদেশ সরকারের ভিশন ২১ বাস্তবায়ন নিয়ে উঠান বৈঠক এ নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন


জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ভিশন ২১ বাস্তবায়ন ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার  বেলগাছা ইউনিয়ন ও চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে কাছিমা গ্রামে মরহুম ফজলুল হক নান্নু বিএসসি বাড়ীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দূলাল।

এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী দিনে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে সকলকে কাজ করে যাওয়ার আহবান জানান।
যাকেই নেত্রী নমিনেশন দেবে তারপক্ষেই কাজ করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছাবিনা ইয়াসমিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাছের বাবুল।

অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংস্কুতি বিষয়ক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম দুলাল, পাথশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার বাবুল,চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক খলিলুর রহমান,সাখাওয়াত হোসেন সাখি, ,সাবেক ছাত্রনেতা ফারুক ইকবাল হিরু ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াসমিন বেগম,পাথশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেহান মাষ্টার, মিয়া,যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আবিদা সুলতানা জুঁথি প্রমুখ।

বেলগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহানশাহ মিয়ার  সঞ্চালনায় উঠান বৈঠকে,উপজেলা,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top