চরিত্রহীন ট্রেইলার এর একাংশ |
সেবা ডেস্ক: ‘নারীদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না’। এই রকম ছিল কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারীর সংজ্ঞা। কিন্তু এসবের ব্যতিক্রম হইচই এর ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’।
রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন বিনোদিনী, শরৎচন্দ্রেরও তেমন কিরণময়ী। নিপীড়িত পল্লিনারীর থেকে সে অনেকটাই আলাদা। কিরণময়ীর জীবন ঘিরে রেখেছে দুই পুরুষ। সতীশ এবং হারান। এর মধ্যে আরওে এক রমণী হলো সাবিত্রী। এই চরিত্রটিও অনেক ব্যতিক্রমী।
নামের কোন পরিবর্তন নেই। ‘চরিত্রহীন’। এ মাসের ২৯ সেপ্টেম্বর হইচইয়ে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। কিন্তু উপন্যাস এখানে আদ্যোপান্ত উঠে আসেনি।
ব্যতিক্রমী হলেও কিরণময়ী বা সাবিত্রী এখানে সাহসিনী ললনা। প্রেম এখানে শুধু মানসিক নয়, মনের পাশাপাশি শরীরেরও যে চাহিদা থাকে মানুষের, তা উঠে এসেছে এই ওয়েব সিরিজে। তার জন্য নারীকে ‘বেশ্যা’ বলতেও পিছু হটেনি আধুনিক সমাজ।
যুগের সঙ্গে তাল রেখে বদলে গেছে চরিত্রদের চরিত্রায়ণ। একসময় শিলিগুড়িতে একটি নামী কোম্পানিতে চাকুরি করা অবস্থায় হারান ঘটনাচক্রে এক দুর্ঘটনার শিকার হয়। তারপর থেকেই শারীরিক ভাবে অক্ষম হয়ে যায় হারান।
ফলে হারান এর দিন বাড়িতেই কাটে সবসময়। কিরণময়ী তার স্বামী হারান কে ভালবাসলেও কিরণময়ী’র স্বামীর মধ্যে ক্রমশ তাকে ঘিরে সন্দেহ প্রবণতা বাড়তে থাকে। অন্যদিকে রয়েছে গ্রাফিক ডিজাইনার সতীশ। ভালবাসার জন্য কাঙাল সতীশ মনে প্রাণে চায় ম্যাসাজ পার্লারে কর্মরতা সাবিত্রীকে। যদিও সরোজিনী বলে আরও একটি মেয়ে তাকে ভালবাসে।
এমতাবস্থায় ঘটনাচক্রে একদিন সাবিত্রীর সঙ্গে কিরণময়ীর পরিচয় ঘটে। সেই সূত্র ধরে সতীশের সঙ্গেও পরিচয় হয় কিরণময়ীর। তৈরি হয় একটি জটিল সম্পর্কের।
ওয়েব সিরিজটির মাধ্যমে গল্পটিকে এখনকার আঙিনায় গড়ে তোলার রূপটি অর্থাৎ চিত্রনাট্য লেখার কাজটি পরিচালকের সঙ্গে যৌথভাবে করেছেন কল্লোল লাহিড়ী। সিনেমাটোগ্রাফার ইন্দ্রনাথ মারিক। সংগীত পরিচালনায় শুভ প্রামাণিক।
ওয়েব সিরিজটিতে থিম সং হিসাবে নতুন আঙ্গিকে শোনা যাবে কীর্তন। তাতে যে বেশ চমক থাকবে তা জানিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।
সম্প্রতি দেবালয়ের তৈরি ‘চরিত্রহীন’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির বক্তব্য সেখানে স্পষ্ট। আধুনিকতার মোড়কে শরীরী প্রেম সেখানে পরতে পরতে উপস্থিত। ওয়েব সিরিজটিতে নয়না গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিরণময়ীর চরিত্রে।
অন্যদিকে কিরণময়ীর স্বামী হারানের চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, সতীশ ও সাবিত্রীর চরিত্রে রয়েছেন সৌরভ দাস ও সায়নী ঘোষ।