মুসুল্লিদের মৌলবাদ বানাতে অপপ্রচারে এলাকাবাসীর প্রতিবাদ

S M Ashraful Azom
মুসুল্লিদের মৌলবাদ বানাতে অপপ্রচারে এলাকাবাসীর প্রতিবাদ
ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ষত্তোর্ধ বয়সি মুরুব্বিকে জামাতের পৃষ্ঠপোষক ও এলাকার মুসুল্লিদের মৌলবাদ বলে অপপ্রচারে প্রতিবাদ করেছে এলাকাবাসী।

উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী পক্ষে আঃ মান্নান,ব্যবসায়ী সহিদুর রহমান,আবুল কাসেম,হানিফ ও দরবেশ আলী মেম্বার,জানায়,বেনুয়ারচর বাজার জামে মসজিদটিতে স্বাধীনতার পর থেকেই ওই এলাকার মুসুল্লিরা নামায আদায় করে আসছিলেন।

দীর্ঘদিন মসজিদের কোন উন্নয়ন না হওয়ায় এলাকাবাসী মসজিদ কমিটির নিকট আয় ব্যায়ের হিসাব জানতে চায়। এ সময় দাতা সদস্য মোবারক হোসেনের পুত্র মশিউর রহমান টুটুল,মিষ্টার আলীসহ তারা হিসাব দিতে তালবাহনা করে। এলাকাবাসী একাধিক বার হিসাব চাইলে মশিউর রহমান টুটুল ও ভাই মিস্টার আলী অকথ্য ভাষায় গালাগালি দেয়। তারা বলে আমাদের মসজিদ আমরা জমি দিয়েছি,কাউকে হিসাব দিতে পারবোনা। এ সময় তারা মুসুল্লিদের মসজিদ থেকে বের হয়ে যেতে বলে। এতে এলাকবাসী ক্ষুব্দ হয়ে তাৎক্ষনাৎ মসজিদ থেকে বের হয়ে দুইভাগে বিভক্ত হয়ে বেনুয়ারচর বেপারী পাড়া ওয়াক্ত নামাজ ও বেনুয়ারচর বাজারের পশ্চিম পার্শে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৪ শতাংশ জমি ক্রয় করে চালাঘর তুলে মসজিদ বানিয়ে জুম্মা নামাজ আদায় করতে শুরু করে। এলাকাবাসীর দুইভাগে বিভক্ত হওয়ায় পুরাতন মসজিদটিতে আর কেউ না যাওয়ায় তারা নানা ভাবে অপপ্রচার শুরু করে।


এতে কথিত সাংবাদিক মশিউর রহমান টুটুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সকলকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। পরে ফেসবুকে নিজের আইডি থেকে ১৪সেপ্টেম্বর মনগড়া ভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান বয়জেষ্ঠ অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুজ্জামান সুরুজ মাষ্টারের নামে জামাত শিবিরে পৃষ্ঠপোষক,অর্থযোগান দাতা হিসেবে তার ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করে। এতেও ক্ষান্ত না হয়ে দৈনিক কালজয়ী নামের একটি পত্রিকাতে ইসলামপুরে ১১নং চরপুটিমারী ইউনিয়ন বেনুয়ার চর বাজার জামে মাসজিদে রেসারেসি কে কেন্দ্র করে কিছু কুচক্রী মৌলবাদী উগ্রপন্থী বিবাধ সৃষ্টি করে,অবৈধ ভাবে বেনুয়ার চর এম,এইচ,উচ্চ বিদ্যালয়ের ক্রয়কৃত সম্পত্তির উপর অবৈধ ভাবে জোর পূর্বক বেদখল করে স্বার্থ উদ্ধারে মেতে উঠেছে। ইউনিয়নের মধ্যে পাড়া মোস্তাক আহম্মেদের নেতৃত্বে মসজিদ নির্মাণ করার পায়তারা করছে বলে খবর প্রকাশ করে। এলাকাবাসী আরো জানায়,তাদের জমি বলে আমাদের মসজিদ থেকে বের করে দেওয়ায় কোন উপায় খুজে না পাওয়ায় আমারা মসজিদ নির্মান করিতেছি। আমাদের অত্র এলাকার মুরুব্বী সামসুজ্জামন সুরুজ মাষ্টার ১৯৬৩সাল থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত সেই সময় থেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হয়ে অদ্যবদি পর্যন্ত রয়েছেন। এবার বিপুল ভোটে নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ সময় তারা চেয়ারম্যানে ও এলাকাবাসীর বিরুদ্ধে অপপ্রচার তীব্র প্রতিবাদ জানান।


এ ব্যাপারে চেয়ারম্যান আলহাজ্ব সামছুজ্জামান সুরুজ মাষ্টার জানান,চাঁদা চাওয়ায় না দেওয়ায় এবং এসব ব্যাপারে ধারনা করে আমাকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এলাকার মুসুল্লিদের মৌলবাদ বানিয়ে খবর প্রকাশ করেছে। অথচ আমি১৯৬৩সাল থেকেইইউনিয়ন ও উপজেলা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলাম,আহবায়ক ছিলাম,বর্তমানে সভাপতি এছাড়াও সকলের দোয়ায় অত্র এলাকার উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,ঈদগাহ মাঠ,মাদরাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে এলাকাবাসী এখনো আমাকে রেখেছে। আমাকে হেয় করায় আমি প্রশাসনের নিকট বিচারের দাবী জানাচ্ছি।

⦽প্রকাশকাল: ২১-সেপ্টেম্বর-২০১৮-১৫:৫৫  ⇘সংবাদদাতা: ইসলামপুর প্রতিনিধি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top