কুড়িগ্রাম আনসার ভিডিপি’র পুরুষ সদস্যদের মাঝে বক্তব্য রাখছে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন |
গোলাম মোস্তফা রাঙ্গা: ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ভিডিপি সদস্যদের উদ্দ্যেশে অতিথি বক্তা হিসাবে বক্তব্য প্রদান কালে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন “শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগাতে হবে।
প্রশিক্ষণ ভাতা পাওয়ার আশায় এবং সনদপত্র নেওয়ার লক্ষে শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবে না, বরং প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে পারলেই কেবল প্রশিক্ষণ গ্রহণের সার্থকর্তা আসবে। ফলে বেকারত্ব কমবে, বেকারত্ব কমলে দেশের জনগণ ভাল থাকবে। সরকার চায় দেশের জনগণ ভাল থাকুক”। এসময় তার সফরসঙ্গী ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। অন্যদের উপস্থিত ছিলেন রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উলিপুরের উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম, চিলমারীর উপজেলা প্রশিক্ষক মোঃ ওবাইদুর রহমান, ব্যাটালিয়ন পিসি জুলহাস উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
২১দিন মেয়াদি ২য় ধাপ প্রশিক্ষণ কোর্সটি ০৮ সেপ্টেম্বর শুরু হয়। ২৮ সেপ্টেম্বর শেষ হবে। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৯০ জন পুরুষ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চলমান প্রশিক্ষণসমূহের বিভিন্ন দিবসে বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজার রহমান প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক চন্দন গুহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।
⦽প্রকাশকাল: ১৭-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৩ ⇘সংবাদদাতা: সেবা ডেস্ক