সন্ত্রাস মাদক বাল্যবিয়ে রোধে ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করছেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল |
জানাগেছে,উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। তিনি সন্ত্রাস মাদক বাল্য বিয়ে বন্ধে সকল শিক্ষকদের সহযোগীতা কামনা করেন। উন্নয়নের ধারা বাহিকতা অব্যহত রাখতে,ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে,আগামী নির্বাচনে দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌছতে শিক্ষকদের প্রতি সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস,ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, শিক্ষক আহসান হাবীব,আঃ হালিম, প্রমুখ বক্তব্য রাখেন ।
সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু মিয়া ও খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে মায়ের দেওয়া খাবার খাই,মনের আনন্দে স্কুলে যাই এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে মিনা দিবস উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
⦽প্রকাশকাল: ২৪-সেপ্টেম্বর-২০১৮-২০:২৫ ⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন