ইসলামপুরে উন্নয়নের ভাবনা ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাবেশ

S M Ashraful Azom
ইসলামপুরে উন্নয়নের ভাবনা ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাবেশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস,মাদক,বাল্য বিবাহ বিরোধ আন্দোলন,উন্নয়নের ভাবনা ও শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্বনয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। তিনি সন্ত্রাস মাদক বাল্য বিয়ে বন্ধে সকল শিক্ষকদের সহযোগীতা কামনা করেন। উন্নয়নের ধারা বাহিকতা অব্যহত রাখতে,ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে,আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনাকে বাংলার মসনদে বসিয়ে দেশকে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শিক্ষকদের প্রতি সহযোগীতা কামনা করেন।এ সময় তিনি সন্ত্রাস,মাদক,বাল্য বিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা অফিসার,ইনচার্জ শাহীনুজজ্জামান খান।

এ সময় অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, ইসলামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,জেজেকেএম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ সালাম চৌধুরী, খালেদ মোশারফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ খালেক আকন.মোস্তফা কামাল,হান্নান মিয়া প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এতে বক্তব্য রাখেন। ইসলামপুর জাইকা সমন্বয়ক মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা এ সময় উপস্থিত ছিলেন।

⦽প্রকাশকাল: ২৫-সেপ্টেম্বর-২০১৮-১৮:৫৭  ⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top