ইসলামপুরে আওয়ামী লীগের মোটর সাইকেল শোভাযাত্রা

S M Ashraful Azom
ইসলামপুরে আওয়ামী লীগের মোটর সাইকেল শোভাযাত্রা
ইসলামপুরে আওয়ামী লীগের মোটর সাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীরা

ইসলামপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর মনোনয়নের নিয়ে পাল্টাপাল্টি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর পক্ষে এবং পদবঞ্চিত নেতাকর্মীরা বিপক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেন।

জানাগেছে,জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আওয়ামী লীগের অভ্যান্তরীণ বিরোধ দেখা দিয়েছে। চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে আবারো মনোনয়ন দেওয়ার দাবীতে প্রতিটি ইউনিয়নে চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা।


বৃহস্পতিবার বিকালে পৌর শহরের থানা মোড় থেকে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

তাকেই আবারো মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন. আঃ লতিফ সরকার,জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লালমিয়া নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়সহ পূর্বাঞ্চলের গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার, গোয়ালেরচর বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
Islampur Awami League's motorcycle rally
ইসলামপুরে আওয়ামী লীগের মোটর সাইকেল শোভাযাত্রায় পদবঞ্চিত একাংশ নেতাকর্মী
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আইনজীবী আঃ সালামের নেতৃত্বে পদবঞ্চিত একাংশ নেতাকর্মী মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। নেতৃবৃন্দ উপজেলার উলিয়াবাজার ও আমতলি বাজার,দেলিপাড় সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পৌর শহরের থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্পটে পথসভায় বক্তব্য রাখেন।

⦽প্রকাশকাল: ২১-সেপ্টেম্বর-২০১৮-১৫:১৭  ⇘সংবাদদাতা: ইসলামপুর প্রতিনিধি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top