ইসলামপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল |
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ইসলামপুর বাজারের মমতাজ গার্মেন্টেস এর দ্বিতীয় তলায় স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।
এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রসিডেন্ট মাহবুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফরিদুর হক খান দুলাল। এ সময় তিনি ব্যাংকিং সেবায় ইসলামপুর বাসীর দোড়গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
উদ্বেধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে জামালপুর শাখার ব্যবস্থাপক সুজাউল হক,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আঃ জলিল, ইসলামপুর বাজার বনিক সমিতির সভাপতি আওয়ামল খান লোহানী,ব্যবসায়ী নুরুল ইসলাম,যুবনেতা ফারুক ইকবাল হিরু,যমুনা ইলেকট্রনিক্স সত্তাধিকারী মনিরুজ্জামান রাসেল,চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জমান প্রমূখ।
এ সময় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভিন পূথি,বণিক সমিতির সাধারন সম্পাদক বাবলু মন্ডলসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
⦽প্রকাশকাল: ২৫-সেপ্টেম্বর-২০১৮-১৯:১১ ⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি