বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম রশিদুজ্জমান মিল্লাত সমর্থিত নেতা কর্মীরা কর্মসূচি গ্রহণ করেন। বিকাল ৪ টায় দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়।
র্যালি শেষে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় এলাকার মিল্লাত গ্রুপের কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম কারী, জেলা যুবদলের সদস্য বিপ্লব সওদাগর, প্রভাষক রুস্তম আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম , হাসানুজ্জামান হাসান, জাফর আহমেদ লিটন, যুবদল নেতা মাহবুবুর রহমান, রাজ্জাক মাহমুদ, বশির মাস্টার প্রমুখ।
আলোচনা সভা থেকে অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সকল রাজবন্দীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।