বাঁশখালী আল জামেয়া মাখজনুল উলুম মাদরাসা |
হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান ও বাঁশখালী জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদরাসার নব নিযুক্ত প্রধান পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী'র
নির্দেশে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জলদী বড় মাদরাসা পরিদর্শন আসেন দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ সহ হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও হাটহাজারী মাদরাসার সহকারী নাজেমে তালীমাত মাওলানা আনাছ মাদানী, হেফাজত আমীরের একান্ত সচিব মাওলানা মুহাম্মদ শফী।
বাঁশখালী আল জামেয়া মাখজনুল উলুম মাদরাসা পরিদর্শনে হাটহাজারী মাদরাসা টিম |
এ সময় মাদরাসার প্রতিষ্টাতা পরিচালকের পুত্র মাওলানা ছাবের আহমদ, মাওলানা আব্দুর রহমান বিন আব্দুস সোবহান, কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।
⦽প্রকাশকাল: ২০-সেপ্টেম্বর-২০১৮-২০:৫৮ ⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা