ফলদ বৃক্ষ মেলায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ |
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তিন ব্যাপি (রোববার, সোমবার ও মঙ্গলবার) ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ সেপ্টেম্বর রোববার সকালে উক্ত মেলার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ রহিম, নার্সারি মালিক গোলাম মোস্তফা প্রমুখ ।
মেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা , শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
এবার বৃক্ষ মেলায় ১৭ টি স্টল বসানো হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিক্রি করা হবে।