গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান |
ইসলামপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রাজাকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় জামালপুরের ইসলামপুরে এক গেরিলা মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়ায় সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আহত গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান জানান, ৩১ আগস্ট গঙ্গাপাড়া সেন্টার বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি সভাপতিত্ব করেন। ওই সভায় সভাপতির বক্তব্যে তিনি স্বাধীনতা যুদ্ধের সময় ইসলামপুর থানা শান্তি কমিটির সভাপতি কুক্ষাত রাজাকার মতিয়ার রহমান চৌধুরী পরিবারের অত্যাচার নির্যাতনের ভূমিকা তুলে ধরেন। তার ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে কুক্ষাত রাজাকার মতিয়ার রহমান চৌধুরী পরিবারের সদস্যরা আব্দুল গফুর প্রধানকে শনিবার সকালে অটো রিক্সা যোগে শহরে আসার পথে রাস্তা গংগাপাড়া মোড়ে ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীনের বাড়ির সামনে নিয়ে তাকে বেধরক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। তখন স্থানীয় রিকশা চালকরা আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে তার বাড়ীতে পৌঁছে দেয়। এঘটনার পর আহত মুক্তিযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন তার স্বজনরা।
আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান তার উপর হামলাকারীদের সঠিক বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, “ মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান সন্ত্রাসী হামলায় আহত হওয়ার খবর পেয়েছি। আমি তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। তিনি চিকিৎসার জন্য ব্যস্ত আছেন বলে জানিয়েছেন এবং চিকিৎসা শেষে থানায় এসে তিনি অভিযোগ দিতে চেয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওযা হবে।