সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

S M Ashraful Azom
সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
সজাগ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল চেকআপ
রকি চন্দ্র সাহা: ২১ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্য়ন্ত শাহরাস্তি উপজেলার প্রানকেন্দ্রে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’ মাঠে ’’সজাগ ফাউন্ডেশন” কর্তৃক চাঁদপুর জেলার ইতিহাসে সব থেকে বড় ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক রোগীকে ফ্রি ঔষধ বিতরন করা হয়

উক্ত ক্যাম্পইেন উদ্ভোধন করেন এন.এস.আই এর সাবেক পরিচালক, দুদক এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার এম.এইচ.সালাউদ্দিন, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন ক্রান্তি দত্ত, বিশিষ্ট সমাজসেবক মো: বাবুল আক্তার । উক্ত ক্যাম্পেইনে ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. কামরুল আক্তার, MBBS, SCPS, MS, MRCS(ADIN), MRCS (LONDON) সার্জিক্যাল বিভাগ;শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, প্রফেসর ডা. এম. এস. সামাদ; কনসালটেন্ট ও ডাইরেক্টর, স্পেশালাইজড; নাক, কান ও গলা হাসপাতাল; সাহিক, মহাখালী, ঢাকা; প্রফেসর প্রভাস, পঙ্গু হাসপাতাল, শ্যামলী, ঢাকা সহ মোট সতের জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন । ফার্মাসিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সজাগ ফাউন্ডেশনের কার্য়করী পর্ষদের সদস্য অপু চক্রবর্তী , প্রশান্ত চক্রবর্তী ।


উক্ত ক্যাম্পেইনে প্রায় দুই হাজার তিন শত (২৩০০)অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসা প্রদান এবং তিন লক্ষ টাকার ঔষধ বিতরন করা হয়।
Free Medical Camp in the initiative of Sajag Foundation
সজাগ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ জনগনের ভিড়
উক্ত ক্যাম্পেইন পরিচালনা করেন সজাগ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো: এমরান হোসেন সাদ্দাম। ক্যাম্পেইন এ উপস্থতি ছিলেন সজাগ ফাউন্ডেশনের সভাপতি মো: মহিবুল্লাহ, সহ সভাপতি মো: রিয়াদ হোসেন, সাফায়েত হোসেন সোহাগ, আইন বিষয়ক সম্পাদক মো: সাইফুদ্দিন ফরহাদ, দপ্তর সম্পাদক হাসান আহমদে, সাংগঠনিক সম্পাদক মো: আবুল খায়ের, কোষাদক্ষ তরুন মজুমদার, কার্য্যকরী পর্ষদের সদস্য মো: কবির হোসেন, সৌমেন দে , এস.এম.নাঈম রুবেল । সাধারণ সদস্যদের মাঝে মো: মেহেদী হাসান, মো: আমানউল্লাহ বাবু. মো: আরিফ হোসেন, রাজীব পাল, রাজন রায়, জুয়েল, রাকিবুল আলম, মো: জাকির হোসেন, রাজু, মো: সোহেল, মো: ফয়েজ আহমেদ,মো: সাইফুল ইসলাম ফয়সাল, মহিন, মো: আতিক হাসান, ফরিদ, রুবেল. রাকিব,মুন্ন, হ্নদয়, মো: ইমরান মনির, নুর আলম, সালাউদ্দিন, সুমন, রবিন,মনা সহ শাহরাস্তি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ। নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মামুন মিয়াজী, বাবু শুভ্রত মজুমদার, মো: আজাদ, রত্না বেগম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং স্থানীয় সম্মানিত ব্যাক্তিবর্গ মো: আব্দুল মান্নান মোল্লা, মো: মিজান মোল্লা , মো: রেজাউল করিম বাবুল, মো: হানিফ মিয়াজী সহ প্রমূখ।

ক্যাম্পেইনে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন মো: ফয়েজ আহমেদ, মো: কামরুজ্জামান সেন্টু, মো: হাসানুজ্জামান, মো: আমরুজ্জামান সবুজ সহ শাহরাস্তি প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।


শাহরাস্তি তথা চাঁদপুর জেলার ইতিহাসে বৃহত্তম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহরাস্তি, হাজিগঞ্জ, কচুয়া সহ আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষ স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য উপস্থিত হন । সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত বড় একটা আয়োজন সুন্দর ভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছে । সাধারন মানুষ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে এ সেবা পেয়ে সন্তুষ্ট । বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা পাওয়ার জন্য এবং বিনামূল্যে ঔষধ পাওয়ায় রোগীরা দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থেকে সেবা পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে । চাঁদপুর জেলার সব থেকে বৃহত্তম এই সংগঠনের প্রতি জেলার সকল নিরীহ ও অসহায় মানুষের ব্যাপক প্রত্যাশা এবং চাহিদা রয়েছে । মানুষ এই সংগঠনের মাধ্যমে নিরলসভাবে সেবা পেয়ে যাচ্ছে ।

বিশেষ সাক্ষাতকারে সজাগ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এমরান হোসেন দৈনিক ডেসটিনির শাহরাস্তি উপজেলা প্রতিনিধি রকি চন্দ্র সাহাকে জানান
এই সংগঠন আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন সামাজিক কাজ মাদক দূরীকরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসায় আর্থিক অনুদান, স্বেচ্ছা শ্রমে গ্রামীণ রাস্তা নির্মাণ, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন সহ অন্যান্য জনসচেতনতা মূলক নানা প্রকার কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করে আসছে।


সজাগ ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্য সাধারণ মানুষের মাঝে মৌলিক অধিকারগুলো সহজলভ্য করে দেওয়া ,সাধারণ মানুষ যেন সহজে এবং বিনামূল্যে তাদের প্রয়োজনে রক্ত পেয়ে থাকে, সে জন্যেই সজাগ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ।

সজাগ ফাউন্ডেশন এর সবচেয়ে বড় অর্জন বিনা মূল্যে এ পর্যন্ত প্রায় ১০,০০০ এর অধিক মুমূর্ষু রোগীকে রক্ত সরবরাহ করেছে। এই রক্ত দান শাহরাস্তি উপজেলায় একধরণের বিপ্লবও বলা চলে। যার মাধ্যমে সজাগ ফাউন্ডেশন অত্র অঞ্চলে বসবাসরত মানুষদের মধ্যে মানবিক গুণ উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।

⦽প্রকাশকাল: ২৩-সেপ্টেম্বর-২০১৮-১৬:৫০  ⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top