খাগড়াছড়ি জেলাকে ডিজিটাল জেলা গঠনে বাংলাদেশ সরকারের ভূমিকা

S M Ashraful Azom
খাগড়াছড়ি জেলাকে ডিজিটাল জেলা গঠনে বাংলাদেশ সরকারের ভূমিকা

সেবা ডেস্ক: চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করেছে। সরকার খাগড়াছড়ি জেলার সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক খাতে ২৭টি প্রকল্পের মাধ্যমে ২ কোটি ২৮ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয় করে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি জেলার গরীব দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে এ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

ইউএনডিড়ি-সিএইচটিডিএফ (UNDP-CHTDF) এর অর্থায়নে এবং খাগড়াছড়ি জেলা পরিষদের পরিচালনায় খাগড়াছড়ি জেলায় প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জেলার ৪১টি বিদ্যালয় সংস্কার করা হয়েছে। ৪০টি নতুন বিদ্যলয় স্থাপন, ৬১টি বেসরকারী রেজিস্ট্রেশন বাস্তবায়ন করা হয়েছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে ১০৩৬ লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে ৬৭০০ জন কৃষকদের প্রশিক্ষণ, কৃষক মাঠস্কুল নির্বাচন, কৃষক মাঠ স্কুলের প্রদর্শণী প্লটের জন্য আর্থিক অনুদান প্রদান এবং জুম চাষের উপর গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ কর্তৃক UNDP-CHTDF এর আর্থিক সহায়তায় এ জেলার ৪টি উপজেলায় সরকারী স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত এলাকায় ২৭০ জন প্রশিক্ষিত মহিলা স্বাস্থ্য কর্মী ও মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে ৯৪ হাজার জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। ফলে ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন মরণব্যাধি রোগের প্রকোপ এবং শিশু মৃত্যুর হার ও গর্ভবতী মায়ের মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

ডিজিটাল জেলা গঠনের লক্ষ্যে খগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জেলা পরিষদকে ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে Wi-Fi, Teleconference এবং Digital Sender Machine স্থাপন করা হয়েছে। নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়েছে। চলতি অর্থ বৎসরে পরিষদের ওয়েবসাইটটি আধুনিক ও তথ্যবহুল করা হয়েছে এবং একটি পাবলিক Wi-Fi জোন চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে ৬৪টি জেলায় বিভিন্ন সরকারি দপ্তরে ৫০০টি ওয়েবসাইট বাছাইপূর্বক “মোবাইল অ্যাপস” এর আওতায় আনা হয়। খাগড়াছড়ি জেলা পরিষদের ওয়েব সাইটটিও উক্ত অ্যাপস-এর google play store অ্যাপস হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top