শাহরাস্তিতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে অগ্নিকান্ড, ক্ষতি ১৫ লক্ষ।

S M Ashraful Azom
শাহরাস্তিতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে অগ্নিকান্ড, ক্ষতি ১৫ লক্ষ।

রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধি: শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ঔষধের ফার্মেসীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১৫ লাখ টাকার ঔষধসহ অন্যান্য মালামাল পুড়েগেছে বলে দোকানের মালিক দাবী করেছেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে কালিয়াপাড়া জেলা পরিষদের যাত্রী চাউনীতে অনিকা ফার্মেসীতে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের পর আশপাশের ব্যবসায়ীরা আগুন নেবাতে চেষ্টা করে। পরে কিছুক্ষণের মধ্যে শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট সদস্যরা এসে আগুন নেবাতে সক্ষম হন। এ সময়ের মধ্যে দোকানে থাকা অধিকাংশ ঔষধ পুড়ে যায় এবং আগুনের তাপে বিনষ্ট হয়ে যায়।

দোকানের মালিক শফিউল ইসলাম জানান, তিনি রাতে অন্যদিনের ন্যয় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। অগ্নিকান্ডে তার ঔষধের ফার্মেসীর তাকে থাকা অনেক ঔষধ পুড়েগেছে এবং আগুনের তাপে অনেক মালামাল গলে বিনষ্ট হয়েগেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. জাকির হোসেন জানান, আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

⦽প্রকাশকাল: ২০-সেপ্টেম্বর-২০১৮-১৬:৩২  ⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top