স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে “ স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৮ সেপ্টেম্বর শনিবার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১ টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় নবাগত ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউআরসি ইন্সট্রাক্টর মহির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, সরোয়ার জাহান, উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী, শিক্ষক আবদুল হালিম , প্রনব কুমার সেন, ইসমাইল হোসেন, লিচু মিয়া প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।