ইসলামপুরে যমুনার বাম তীরসংরক্ষণ প্রকল্পে ধ্বস: জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা

S M Ashraful Azom
ইসলামপুরে যমুনার বাম তীরসংরক্ষণ প্রকল্পে ধ্বস: জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা
ইসলামপুরে যমুনার বাম তীরসংরক্ষণ প্রকল্পের ধ্বসে যাওয়া অংশে জিও ব্যাগ ডাম্পিং চলছে

জামালপুর প্রতিনিধি: জামালপুরের যমুনার বামতীরসংরক্ষণ প্রকল্পের ইসলামপুরের উলিয়া বাজার এলাকায় ধসে যাওয়া অংশে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা চলছে। স্থানীয়দের আতঙ্কিত না হতে পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস জানিয়েছেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনার বাম তীরসংরক্ষণ প্রকল্পের আওতায় জামালপুর পানি উন্নয়ন বোর্ড ৪‘শ ৫৫ কোটি টাকার ব্যয়ে জেলার দেওয়ানগঞ্জের ফুটানি বাজার থেকে ইসলামপুর হয়ে উলিয়াবাজার এবং সরিষাবাড়ী উপজেলার পিংনা পর্যন্ত একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে। গত বছর প্রকল্পে বালুর বস্তা ডাম্পিং ও সিসি ব্লক সেটিং এর কাজ শেষ হয়। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রােতে বাধেঁর ইসলামপুর অংশের নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার এলাকায় রোববার ভোর থেকে সিসি ব্লকে ধ্বসের নামে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নিম্মমানের কাজ হওয়ায় শুষ্ক মৌসুমে বাধঁ সংলগ্ন স্থানে ড্রেজার দিয়ে দিনের পর দিনে অবৈধভাবে বালু উত্তোলণের কারণে বাঁধটি হুমকির মুখে পড়েছে।
তারা জানান, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ না করা হলে উলিয়া বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ও জনবসতি যমুনারগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।


এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভাঙন প্রতিরোধে বালি ভর্তি জিওব্যাগ  ডাম্পিং শুরু করেছেন।

জামালপুর পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার জন্য আশ^স্ত করেন।

সূত্র জানায়, এ বছরই কিছুদিন আগে প্রকল্পের পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ এলাকায় ৩টি স্থানে কমপক্ষে ২৫ মিটার সিসি ব্লক যমুনা নদীতে দেবে যায়। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ অংশে জিও ব্যাগ ডাম্পিং করে সাময়িক ধ্বস ঠেকালেও এখনো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।


⦽প্রকাশকাল: ১৭-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৩  ⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top