বকশীগঞ্জে গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে নবীন বরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে নবীন বরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় উক্ত কলেজের উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ ও জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর।

কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ন সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার গাজী মো. আহসানুুজ্জামান , পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী মো. আলতাফুজ্জামান, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা গাজী মো. আমানুজ্জামান, একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মমিনুন্নেছা মহিলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জাহানারা জামান।

নবীন বরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপুর্ণ কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন বরন শেষে কলেজ মাঠে শহীদ নির্মাণ কাজের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন তিনি।

বিকালে সিংগি ডোবা বিলে ঐহিত্যবাহী নৌকা বাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও অন্যান্য কর্মকর্তারা।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top