ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী |
সেবা ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের হারানো সম্মান ও ঐতিহ্য ফিরিয়ে আনতে একের পর এক নতুন জনহিতৈষী কর্মকাণ্ডে এগিয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ছাত্রলীগের নতুন কমিটি। তারই ধারাবাহিকতায় একজন হতদরিদ্র্যকে ভ্যান কেনার অর্থ দিয়ে তার জীবিকা নির্বাহের যোগান করে দিল ছাত্রলীগ । শুধু তাই নয়, তারা বিভিন্ন ধরনের মানবিক কাজ করে যাচ্ছে প্রতিনিয়তই।
গতকাল ১৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে মধুর ক্যান্টিনে ওই হতদরিদ্র্য ব্যক্তির হাতে ভ্যান কেনার অর্থ তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
ভ্যান কেনার জন্য অর্থ দেয়া ওই ব্যক্তি সম্পর্কে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, হালিম নামের ওই ব্যক্তি মাদারীপুর জেলার শিবচরের অধিবাসী। পেশায় ভ্যানচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় ভ্যানগাড়ীতে মালামাল বহনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। গত মাসে রাতে ঘুমন্ত অবস্থায় তার ভ্যানটি চুরি হয়ে গেলে অকুল পাথারে পড়েন তিনি। প্রিয় দুই সন্তানের লেখাপড়া, সংসার চালানো ও অন্যায় অত্যাবশ্যক খরচ চালানো সব কিছুও অনিশ্চিত হয়ে পড়ে। অনেকের কাছে ধরনা দিয়েও আশানুরূপ সাড়া পাননি। পরে একজন ছাত্রলীগ কর্মীর মাধ্যমে তার অসহায়ত্বের বিষয়টি আমার নজরে এলে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে হালিম ভাইকে ছাত্রলীগের একটি ‘ভ্যানগাড়ি’ উপহার দেয়া হয়।
ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে ছাত্রলীগ। সবার পাশে দাঁড়াতে শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ধীরে ধীরে অন্য বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রলীগকে ইতিবাচক ধারায় ফেরানোর পরিকল্পনা চলছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনের ভর্তির পরীক্ষা চলছে। ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। যা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের সাড়া জাগিয়েছে।
⦽প্রকাশকাল: ১৭-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৩ ⇘সংবাদদাতা: সেবা ডেস্ক